মায়াবী রুপের রুপসী তুমি
ছলনাময়ী দেবী,
রুপের মায়াতে ভোলালে আমায়
করলে গৃহত্যাগী।

ভবঘুরে পথিক আমি
আমার ভাবনা তুমি,
অন্তরের কথা সবই তো বোঝো
তুমি হে অন্তর্যামী।

দিন তো আমার কেটে যায় ওগো
তোমার সঙ্গ পেয়ে,
রাতগুলো পার হয় জ্যোৎস্নার আলোয়
তোমায় দেখে দেখে।

লোকে বলে হায়, পাগল আমায়
আমি তো পাগল নই,
তোমায় আমি ভালোবাসি বলে
কত না অপবাদ সই।

তোমার বুকে মাথা রেখে
নিত্য চক্ষু বুজি,
তোমার বুকেই আমি আমার
শেষ ঠিকানা খুঁজি।

সত্যি আমি পাগল বটে
শুধু তোমার তরে,
জীবন আমার কাটছে সুখে
তোমায় ভালোবেসে।

বঙ্গদেবী তোমার প্রেমে
ধন্য এ জীবন,
তোমায় ভালোবেসে আমার
সার্থক মানবজনম।

লেখাঃ সুরঞ্জন মজুমদার