বন্ধু তুমি আসবে বলে
অপেক্ষায় প্রহর গুণে গুণে,
সবুজ শ্যামল পাখ পাখালি
তোমার বিচরণ অনুভব করি।
হঠাৎ বৃষ্টি রোল নামে চারিদিক
জনশূন্য মাঠ নিস্তব্ধ পক্ষীকূল,
তখন ব্যাকুল মন চায় ভিজতে
চলো বন্ধু এক পসরা বৃষ্টি অনুভব করি।
বিলে ঝিলে শাপলা তুলি
মিলেমিশে অানন্দ ভাগি।
কোন এক জ্যোৎস্না রাতে তারাগুনি
জোনাকির সাথে কথা বলতে বলতে,
অাম্র মুকুলে বাগান গেছে ভরি
গোল্লাছুট অার দারিয়া বাঁধায় শৈশব অাছে পরি।
বন্ধু চলো হাড়িয়ে যাই কোন এক গহীন বনে
শুভ্রতায় যেখানে নগর যান্ত্রিকতা নেই।
তারপর একটু প্রাণ ভরে শ্বাস নিই
কৃত্রিমতা কাটিয়ে বকুল,শিউলি,হাসনা-হেনায়,
বন্ধু হলুদ খামে দিলাম চিঠি
সবুজ ঘাসের বুকে লিখো পড়ি।
লেখাঃ সেলিম আহমেদ
0 Comments