চঞ্চল পৃথিবীর থেমে যাওয়া গতি,
ঘুমন্ত আমাকেও ভাবাচ্ছে অতি..
খুব বেশি ভালো থেকো আর রেখো মনে,
থেকে যেও ভিজে ভাব স্মৃতিদের কোণে..
ঘুমন্ত আমাকেও ভাবাচ্ছে অতি..
খুব বেশি ভালো থেকো আর রেখো মনে,
থেকে যেও ভিজে ভাব স্মৃতিদের কোণে..
হলদে এ বিকেলের ক্লান্ত পাখির,
ধনেপাতা জাল বোনে সুকোমল নীড়..
চোখ বোজা স্বপ্নের জমকালো পেটে,
তোমাকে দেখার স্বাদ কক্ষনো মেটে?
ধনেপাতা জাল বোনে সুকোমল নীড়..
চোখ বোজা স্বপ্নের জমকালো পেটে,
তোমাকে দেখার স্বাদ কক্ষনো মেটে?
স্বপ্নিল পারাবারে গোধূলির বেলা।
হলুদে হলুদ মাতে বিয়োগের খেলা..
জমে আছে ধূলিময় স্মৃতিকথা তার,
নীলাকাশে গাঙচিলে রঙের বাহার..
হলুদে হলুদ মাতে বিয়োগের খেলা..
জমে আছে ধূলিময় স্মৃতিকথা তার,
নীলাকাশে গাঙচিলে রঙের বাহার..
সেই রঙ ছুঁতে চাই আজীবন ধরে,
এ আমায় রেখো খুব আপন করে..
বৃত্তের পরিধিতে ব্যাসার্ধ কম,
তবু যেন ফুরায় না এ প্রেমের দম..
এ আমায় রেখো খুব আপন করে..
বৃত্তের পরিধিতে ব্যাসার্ধ কম,
তবু যেন ফুরায় না এ প্রেমের দম..
মাঝরাতে না ঘুমানো আলাপন সব,
মনের দেয়াল জুড়ে করে কলরব..
ইচ্ছের কান্না কি শুনলে না তুমি?
যার কম্পনে কাঁপে হৃদয়ের ভূমি..
মনের দেয়াল জুড়ে করে কলরব..
ইচ্ছের কান্না কি শুনলে না তুমি?
যার কম্পনে কাঁপে হৃদয়ের ভূমি..
তরঙ্গ জমাবোই, তোমাকেও খুব,
তুমি কেন চুপ বলো; তুমি কেন চুপ?
চুপ কথা, রূপকথা ডুব মারে জলে,
আনকোরা অনুরণন কত কথা বলে..
তুমি কেন চুপ বলো; তুমি কেন চুপ?
চুপ কথা, রূপকথা ডুব মারে জলে,
আনকোরা অনুরণন কত কথা বলে..
পাগলের মতো খুব ভালোবাসি তাই,
সব ভুলে তোমাকেই মিস করে যাই..
পাগলীর কথাবলা, চোখাচোখি সব,
কক্ষনো ভুলে যাওয়া নয় সম্ভব..
সব ভুলে তোমাকেই মিস করে যাই..
পাগলীর কথাবলা, চোখাচোখি সব,
কক্ষনো ভুলে যাওয়া নয় সম্ভব..
আঁকছে যে জলরঙে এ হৃদয়ে ছবি,
সে তো আর কেউ নয়; এ প্রেমের কবি..
তাকেঘিরে সবকিছু, সবকিছু সব,
রাত শেষে দিন আসে; একি অনুভব!
সে তো আর কেউ নয়; এ প্রেমের কবি..
তাকেঘিরে সবকিছু, সবকিছু সব,
রাত শেষে দিন আসে; একি অনুভব!
আনকোরা সময়েও খুনসুটি লাগে,
এক প্রাণে মিলবার ইচ্ছেটা জাগে..
এক প্রাণে মিলবার ইচ্ছেটা জাগে..
লেখাঃ সাজ্জাদ সিয়াম
0 Comments