আমি তাঁদের দলে,
যারা অপরাধীকে পবিত্র হবার-
সুযোগ দেবে বলে।
আমি তাঁদের দলে,
যারা ভাবে না-
আমি রাজা, ও দাশের ছেলে।
আমি তাঁদের দলে,
যারা সকল মিথ্যাচার পঙ্কিলতা-
নিচিহ্ন করে পাদুকা তলে।
আমি তাঁদের দলে,
যারা লোভ অহঙ্কার তুচ্ছ করে-
বসবাস করে একই আবাসস্থলে।
আমি তাঁদের দলে,
যারা ভেদাভেদ ভুলে-
জমায়েত হয় দেশের পতাকা তলে।
আমি তাঁদের দলে,
দেশ জাতির শান্তির তরে
লড়ে- যত লক্ষী ছেলে।
-গাজী আনিস
সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, ঢাকা মহানগর
0 Comments