ওদের চোখেও স্বপ্ন অাছে
তবে সেটা মলিন।
ওরাও স্বপ্ন দেখতে ভালোবাসে,
তবে তা বর্ণহীন।
ওদেরও অনেক কিছু
ইচ্ছে করে পেতে
পারেনা ওরা ওদের সুুপ্ত বাসানাগুলো
কোনদিনও প্রকাশ করতে।
ওদেরও অাছে মায়া-মমতা
অার ভালোবাসার ঘর।
সে ঘর প্রতিনিয়ত ভেঙে দেয়
অভাব নামক ঝড়।
ওরা চায় দু-মুঠো অন্ন খেয়ে
একটু ভালোভাবে বাঁচতে।
সমাজ ওদের খোঁটা দেয়
উঠতে বসতে।
সমাজের চোখে,
ওদের যেন দোষগুলোই বেশি।
কিন্তু ওরা জানে জীবনটা যে
মরুর শুষ্ক বালুকারাশি।
একদিন হবেই জানি,
সকল অভাব, কষ্ট,
আর সৃপ্ত আশাগুলোর জয়।
ওরাই রুখবে একদিন,
মুছে দিবে জীবনের সব পরাজয়
। সেই সোনালী দিনের আশায়
আজও কত যে প্রহর গুনি।
আমার এ অপেক্ষার প্রহর
একদিন শেষ হবে নিশ্চিত জানি।
লেখকঃ মুন-ইমু
0 Comments