অনেকটা দিন অলস বিকেল দেখা হয়না আমার
বৈকালিক হাওয়ায় স্নান হয়না শুদ্ধ শরীরের।
ভোরে রক্তিম আভা নিয়ে জন্ম হওয়া 
পুবালী সুর্যবালিকার দিন শেষে পশ্চিমা মেঘের বুকে
 শান্ত নারীর মত লুকানো দেখিনা কতটা বছর।
শান্ত নদীর জলে সুর্যটার বিদায়ী  নুইয়ে পরা রক্তিম প্রতিচ্ছবি স্পর্শীত হয়না আমার চোখ।
সান্ধতারার বিদায়ী সম্ভাষণে ক্লান্ত বিকেলে
আহত পাখিদের ঘরে ফেরা
রাখালের ফিরে যাবার অস্তির যুদ্ধ 
দেখা হয়না কতটা বছর।
  
কবিঃ হাসান পলাশ