কখনো সংর্কীনতায় তুমি আমার ক্যানভাসে,
উঁকি দাও জয়নুলের তৈল রং আর জল ছবিতে,
যখন রুদ্ধশ্বাস হয় আমার কন্ঠনালী পর্যন্ত।
তুমি জীবনানন্দের বনলতা কালো কেশ উড়িয়ে,
আমার কষ্টের পাহাড় সীমানা ছাড়িয়ে
অবিরত শান্ত শীতল বারি সেই নায়াগ্রা।

আবারো আমার দম বন্ধ হয়ে আসে এই চেনা শহরে,
ততখনে তোমার রবি কিরণ খেলা করে
প্রতিটি ক্ষণ প্রতিটি মূহুর্ত ভাবায় নিরলায়।

ঐ পাতাল ফুঁড়ে নিষ্ঠুর কালো ছায়া বলয়ে গ্রাস করে। 


কবিঃ সেলিম আহমেদ।।