এই যুদ্ধে থমকে আছে বিশ্ব
থামছে না এই কান্না
করছে আর্তনাদ
বাতাসে বয়ে আনছে অতি ক্ষুদ্র কনাবালু
শ্রমিকরা পাচ্ছে না এই যন্ত্রণা সইতে
শিশুরা যাচ্ছে না মাঠে
স্কুল,কলেজ বন্ধ,চলছেনা পাঠ দান
চলছে শুধু মহামারির খেলা
পাখিরা এখন দলবেধে ছুটছেনা
তারারা মিট মিট করে নিভে যাচ্ছে
পাড়ার দাদা,দিদিরা বের হচ্ছে না
শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ
শ্রমজীবি মানুষের চিৎকার।


লেখাঃ নয়ন সরখেল