সবকিছুই মুক্ত আজ
           মানুষ অবরুদ্ধ,
এটাই হয়তো প্রকৃতির
           প্রতিশোধ নেবার যুদ্ধ।
বনে জঙলে যন্ত্র আজ
           নিরব দর্শক  সবাই,
এতে নিহিত মঙ্গল নেই
           পশু-পাখি যেথায় জবাই।
উজারের চিন্তায় বন
             ধুকছে ক্ষণে ক্ষণে,
নদীর স্রোত বাঁধা পায়
              চলতে আপন মনে।
অনবরত কালো ধোয়ায়
              বাতাস বিনষ্ট,
কল কব্জার বিকট শব্দে
              প্রকৃতি অতিষ্ঠ।
যান্ত্রিক জীবনে
              দূষিত শব্দের ভীর,
রক্ষে পায়নি কোমলমতি
              স্রোতস্বিনী  নদীর তীর।
পাহাড়-পর্বত খুবলে খেয়ে
               খাল বিল ভরাট,
নদীর গতি বাধা দিয়ে
              বাণিজ্য জমজমাট।
প্রকৃতিকে কলুষিত করতে
             ছিলাম সবাই উন্মাদ,
কেউ শুনেনি প্রকৃতির
             নিরব ভাষার আর্তনাদ।
সবকিছুই করেছি মোরা
             নিজেদের স্বার্থে,
ভুলেছিলাম  দ্বায়ভার আছে
            প্রকৃতি রক্ষার্থে।
প্রকৃতি আজ নিশ্চুপ
             শান্তি পেয়েছে ফিরে,
পাখিদেরও ভয় নেই
             ফিরতে আপন নীড়ে।
প্রকৃতি যেন জানিয়ে দিল
            মানুষ কতটা নির্বোধ,
মানুষ রুদ্ধ প্রকৃতি মুক্তই
            ছিল প্রকৃতির প্রতিশোধ।

লেখাঃ  সাইফুর রহমান শাহিন