পৃথিবী তে আজ পাপে পরিপূর্ণ
তাইতো আজ পথ অলি গলি শূন্য
মানুষ নামক আমানুষ প্রাণী,
 ধ্বংস করে দিচ্ছে এই সুন্দর ধরণী,
মানুষ সেতো কত কিছুই পারে
তারাইতো ধ্বংস করে আবার গড়ে,
মানুষের কাছে কিছুইতো এখন অজানা নয়,
তাইতো মানুষ নামক অমানুষে আর নেইতো কোন ভয়,
তারাইতো ধ্বংস করে
করতে চাইছে পাপের জয়,
তবে এটা তো হবার নয়
উপরে আছেন সৃষ্টিকর্তা
দেখছেন তিনি সব,
দেখছেন মানুষ রুপি অমানুষদের লীলা,
তিনি বিচারে শেষ করবেন তারই তৈরি করা খেলা।

✍সাগরিকা শিকদার