আমার কবিতায় তোমার জীবন বীনা-
জড়িয়ে আছে দুট তারে
কত বর্নে কত গন্ধে,
লুকায়িত তুমি আমার হূদমন্দিরে
তোমার মাঝে আমার লীলা হবে,
তাই তুমি এসেছ এ ভবে।
আর কেউ বুঝিবে না
তোমা সেথা হতে চেনা।
তোমার পুলকময় সৌন্দর্যের নিমিত্তে
আমার আবির্ভাব এ ভবে।
তব তুমি জায়গা কর হে
আমায় তোমার চরণ তলে।।


লেখকঃ সাম্য রায়