আমি তো বেঁছে নিয়েছি আমার জীবনের শ্রেষ্ঠ সময়
তবে  স্বগর্ব চিওে বলি
এ জীবন সঁপেছি দেশ মানবতায়
আমার এইতো সুযোগ এইতো সময়।

কখনো রণাঙ্গনে,কখনো মিশনে
কুয়েত,কঙ্গো,মালিতে,সুদানে
পৃথিবী জুড়ে আমি খুলেছি সেবাশ্রম
চারিদিকে,অনাহার,নির্যাতিতি,শোষিত,পরাজিত
নিপীড়িত,রোগে ভুগো মানুষ
আমি তাদেরি সেবক
আমার এইতো সময় এইতো সুযোগ।

কখনো দেশ সীমানায় বিনিদ্র আঁখি
কখনো সমুদ্রের দূর্জয়
বাংলার আকাশ রাখিব মুক্ত
এই শপথে বলিয়ান হয়ে
আমি আকাশে,বাতাসে,জলে, জঙ্গলে
স্থলে,পাতালে
আমি সৈনিক করিনাকো ভয়
এইতো সুযোগ আমি নীলকন্ঠ মৃত্যুঞ্জয়।

মৃত্যু এলে মাথার কাছে
তবে হবো কি পিছু পা
না না  সেই ভয়কে, ধিক্কার জানাই তা।

আমারি আশ্রয়ে ঘুমায় আমার মা, আমার কোটি সন্তান
বুকের মন্দিরে আশ্রিত প্রেমিকা ঘুমায় বিবিজান।

আমি ভরা মাইন বুকে নিয়ে লাফিয়ে পরতে জানি
হাসি মুখে শত্রু সেনার বুলেটে মরতে জানি
আমি সেই দূর্নিবার,অভয়া সঙ্গী কিন্নর,টর্নেডো,জলোচ্ছাস,হিমালয়ের ভুমিকম্প
যুগে যুগে মহাপ্রলয় আমি বিদ্ধংসী ধংস
আমি যুদ্ধের মহারথী কৃষ্ণ,কংস।

আমি শান্তির দুত,আমি ক্রীয়াঙ্গন বন্ধন
সাম্য আমি,বন্ধু আমি
শুধু পদে পদে বিজয়ী হতে জানি।
উল্লাস করো উল্লাস আমি বিজয়ী আমি বিজয়ী।


লেখাঃ -প্রণব কুমার সত্যব্রত