হাসে ধনিক শ্রেনী,
শ্রম অনুযায়ী ধার্য হয়না
ডলার,ইউরো কিংবা মানি।
টিভি,টকশো, আলোচনায়
কবি আড্ডায় কবিতার পাতায়,
সভাসদগণ কথা বলেন হেসে
ন্যায্য ভাতা বঞ্চিত হয়,
আমার শ্রমিক অবশেষে।
আন্দোলন হয়, শ্লোগান শুনি
পহেলা মে আসে,
দিন ফুরালে,কেউ থাকে না
আমার শ্রমিক ভাইয়ের পাশে।
পহেলা মে’র শ্রমিক দিবসে
আসুন নেই দীক্ষা।
দিতেই হবে শ্রমিকের মূল্য
তারা চায় না ভিক্ষা।
কবি: জাহানুর রহমান খোকন
0 Comments