আপনার চরণ খানা কাম্য
আপনার বুক খানা প্রাপ্য
হেরি অহরহ আপনারি বিরহ!
কত নাম ধরেন বিরহে
ধনীতে ধনীতে সাজে হে
কত রূপে বাশি বাজান
সন্তানের মংগলে
ভূবনে ভূবনে রাজে হে।
কত অজানারে জানাইলা তুমি
কত ঘরে দিলে ঠাই
আমার মাতা নত করে দাও,
তোমার চরণ ধুলার তলে।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে।
তোমার ইচ্ছে করে পূর্ণ
আমারি জীবন মাঝে
দেখি হে তোমার চরম ক্রান্তি
পরানে আমার চরম শান্তি।
তুমি থাকো মোর বাসনায়
তোমার পথের লক্ষ্য ধরে,
স্বপংুলো পূরণ হবে
তোমার পদত।।

লেখাঃ সাম্য রায়