চার বসন্ত তোমায় দেখিনা মা
তোমার নিষ্পাপ হাসি আমি খুঁজি আজো।
জানি স্বর্গকুঠিরে তোমার চির নিবাস
আমার চোখ তোমায় খুঁজে হয়রান মা আমার।
ঘরময় তোমার পদচিহ্নের নিযুত স্মৃতি
চোখের জলে হয় হররোজ স্মৃতিরোমন্থন।
কতটা দিন তোমার মধুময় বকুনিঝকুনি
ভালবাসাযুক্ত চোখের রাঙানি
অতপর আদরের ছোঁয়া পাইনা মাগো।
ওই স্বর্গপাড়ে চিরঘুমে ভাল থেক তুমি
তোমার জন্য খুলে দেব দোয়ার থলে
সৃষ্টিকর্তার কাছে চাইব তোমার স্বর্গসুখ।
তুমি হীন হৃদভুমে কষ্টের সাহারা মরুভুমি
স্মৃতির পাহাড়ে আজো খুঁজি মাগো তোমায়।
স্বর্গ দেশে খুব ভাল থেকো মা জননী
খুব ভাল থেক।
লেখাঃ হাসান পলাশ
উপদেষ্টা,
কাশফুল।
0 Comments