চাঁদকে নিয়ে কত কিছু
    বলেন গুনীজিনেরা,
    আমার কাছে শ্রেষ্ঠময়
    আকাশের ঐ তারা।

    নারীদেহ সৌন্দর্যময়
    অলংকারের ছোঁয়ায়,
    চাঁদ যেন পূর্নতা পায়
    তারাদের দয়ায়।

    চাঁদের অনেক খ্যাতি
    অহংকার তাই বেশি,
    তারারা শুধুই অবহেলিত
   যেন নিরীহ বাঙালী।

   সব জায়গায় চাঁদদের জোর
   চাঁদই যেন আকাশ,
   তারারা ঐ চাঁদের নিচে
   চাপাপড়া ঘাস।

   সমাজ আমাদের এরকমই
   থাকবে চিরটা কাল,
   চাঁদদের আধিপত্যে আজন্মকাল
   রবে দারিদ্র সমাজ।

     লেখাঃ সুরঞ্জন মজুমদার